Site icon Jamuna Television

অস্ট্রেলিয়া দলে বড় চমক সোয়েপসন

বাংলাদেশ সফরে আসার দু’সপ্তাহ আগে ১৪ জনের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলের সবচেয়ে বড় চমক পেসার মিচেল স্টার্কের জায়গায় অভিষেকের অপেক্ষায় থাকা লেগ স্পিনার মিচেল সোয়েপসনের অন্তর্ভুক্তি। আর ইনজুরির কারণে ছিটকে গেছেন আরেক পেইসার জেমস প্যাটিনসন। তার জায়গায় দলে এসেছেন জ্যাকসন বার্ড। পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসা এই অস্ট্রেলিয়া দল নিয়ে সতর্ক থাকার পরামর্শ সাবেক অধিনায়ক আকরাম খানের।

গত ইংল্যান্ড সিরিজে স্পিন ট্রাকে আদিল রশিদের লেগ স্পিন ভুগিয়েছিলো সাকিব-মুশফিকদের। সেটা হয়তো মনে রেখেছে অস্ট্রেলিয়া। তাই কিনা শেষ মুহূর্তে ডাকা হলো ২৪ ছুই ছুই তরুণ মিচেল সোয়েপসনকে। গত ভারত সফরে যার মাঝে নিজের ছায়া দেখেছিলেন কিংবদন্তি শেন ওয়ার্ন। ১৪ প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪১ উইকেট পাওয়া এই লেগির অবশ্য সেই সিরিজ গ্রিন ক্যাপ পরা হয়নি। সেই আক্ষেপ এবার বাংলাদেশে সফরে ঘুচতে যাচ্ছে।

উইকেট আর কন্ডিশন বিবেচনায় পেইসার মিচেল স্টার্কের জায়গায় মিচেল সোয়েপসনের ঘূর্ণিতেই আস্থা দেশটির নির্বাচকদের। জুনেই ঘোষণা হয়েছিলো ১৩ জনের অজি স্কোয়াড  সোয়াপসনের অন্তর্ভুক্তিতে পূর্ণাঙ্গ রুপ পেলো স্টিভ স্মিথের দলের। সেই সাথে অফ স্পিনার নাথান লায়ন, বা হাতি অর্থোডক্স অ্যাস্টন এগার স্পিনে আনছে বাড়তি বৈচিত্র্য।

উপমহাদেশের উইকেটের কথা মাথায় রেখে কোকাবুরা আর এসজি দু’বলেই প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। সফরে আসার আগে ১০ আগস্ট থেকে ডারউইনে এক সপ্তাহের ক্যাম্প করবে স্মিথ বাহিনী।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version