Site icon Jamuna Television

দেশের বিভিন্ন স্থানে শুরু বহুকাঙ্ক্ষিত বৃষ্টি

বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা।

দেশের বিভিন্নস্থানে রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। টানা কয়েকদিনের তীব্র গরম ও খরার পর বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। এখনও রাজধানীসহ বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন।

উত্তরের জেলা পঞ্চগড় ও লালমনিরাহাটের বিভিন্ন এলাকায় রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণগারে ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুই একদিনের মধ্যে দেশজুড়েই বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে আপাতত বন্যা পরিস্থিতি সৃষ্টির কোনো শঙ্কা নেই।

এদিকে বৃষ্টির কারণে স্বস্তির পাশাপাশি ভোগান্তিতে পড়েছে চট্টগ্রামের মানুষ। হালকা বৃষ্টিপাতেই পানিবন্দি হয়ে পড়েছে নিচু এলাকার বাসিন্দারা। এতে কর্মদিবসের সকালে বিপাকে পড়ে অফিস ও স্কুলগামীরা। জোয়ারের পানির পর বৃষ্টিতেও এখন ভোগান্তিতে অতিষ্ঠ নগরবাসী। তাই দ্রুত ড্রেনেজ ব্যবস্থা ও খালের মুখে থাকা বাধা অপসারণে দাবি স্থানীয়দের।

এসজেড/

Exit mobile version