Site icon Jamuna Television

পাবনায় নিখোঁজের তিনদিন পর হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে হত্যা মামলার আসামি রাজার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, বুধবার (২০ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার লালিপাড়া গ্রামে একটি ডোবার কচুরিপানার মধ্যে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিহতের পরিচয় শনাক্ত করে।

নিহতের স্বজনরা জানায়, রোববার (১৭ জুলাই) দুই যুবক রাজাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিহত রাজা প্রামাণিক সাঁথিয়া উপজেলার শ্রীধরকোড়া গ্রামের সিরাজ প্রামাণিকের ছেলে। সে একটি হত্যা মামলায় আসামি ছিল।

/এনএএস

Exit mobile version