Site icon Jamuna Television

এক জালে ৪৭ কেজির দুই পাঙাশ, বিক্রি ৬১ হাজারে

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী গোয়ালন্দের দৌলত‌দিয়ার পদ্মায় বুদ্দু হলদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ৪৭ কেজি ওজনের দুটি পাঙাশ মাছ। বুধবার (২০ জুলাই) সকালে মাছ দুটি ৬২ হাজার ২৫ টাকায় উন্মুক্ত নিলামের মাধ্যমে কিনে নেন দৌলত‌দিয়া ঘাঁটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

বুধবার ভোর ৬টার দিকে উপজেলার দৌলতদিয়া বাহিরচর এলাকার পদ্মা নদীতে মানিকগঞ্জের শিবালয় এলাকার জেলে মো. বুদ্দু হালদারের জালে ধরা প‌রে ২৮ কেজি ও ১৯ কেজি ওজনের এই পাঙাশ মাছ দু‌টি। প‌রে সকালে মাছ দু‌টি বিক্রির জন্য দৌলত‌দিয়া কেসমত মোল্লার আড়তে নি‌য়ে আসলে একটু লাভের আশায় উন্মুক্ত নিলামের মাধ্যমে ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মো‌ল্লা মাছ দুটি কিনে নেন।

মো. বুদ্দু হলদার জানান, প্রতিদিনের মতো সহ‌যো‌গীদের নিয়ে ভোর রা‌তে ট্রলারে করে পদ্মায় মাছ শিকার করতে যান। দৌলতদিয়া বাহিরচর এলাকার নদীতে জাল ফেলে দীর্ঘ সময় অপেক্ষা ক‌রে ভোর ৬টার দিকে জাল তুলতেই বড় আকারের দু‌টি পাঙাশ মাছ দেখ‌তে পান। পরে মাছ দুটি বিক্রয়ের জন্য দৌলতদিয়া কেসমত মোল্লার মৎস্য আড়তে নি‌য়ে আসলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ঘাঁটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ৬২ হাজার ২৫ টাকায় মাছ দুটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকাল ৮টার দিকে নিলামের মাধ্যমে দৌলতদিয়ার কেসমত মোল্লার মাছের আড়ত থেকে ২৮ কেজি ওজনের পাঙাশটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দ‌রে ৩৭ হাজার ৮শ’ ও ১৯ কেজি ওজনের পাঙাশটি ১ হাজার ২৭৫ টাকা দরে ২৪ হাজার ২২৫ টাকা কেজি দরে মোট ৬২ হাজার ২৫ টাকায় মাছ দু‌টি কিনে নেন। প‌রে মু‌ঠো‌ফো‌নে যোগা‌যোগ ক‌রে সামান্য লাভে মাছ দু‌টি বিক্রি করেছেন।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ বলেন, নদী‌তে পানি বাড়‌তে শুরু কর‌লেই বড় বড় মাছ পাওয়া যায়। মানিকগঞ্জের শিবালয় এলাকার জেলে মো. বুদ্দু হালদার বড় দু‌টি পাঙাশ পেয়ে ৬২ হাজার টাকা বিক্রি করেছেন। পদ্মার মাছ সুস্বাদু হওয়ায় এর চাহিদা অনেক। সরকারের বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন হওয়ায় নদী‌তে এখন বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। তবে মা মাছ রক্ষায় সবাই‌কে এগিয়ে আসা উচিত।

ইউএইচ/

Exit mobile version