ছবি: সংগৃহীত
তীব্র গ্যাস সংকটে পড়েছে ইউরোপ। এমন পরিস্থিতিতে দেশগুলোকে গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কমিশন ১ আগস্ট থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত গ্যাসের ব্যবহার কমানোর প্রস্তাব দিয়েছে। শীতে রাশিয়া সম্পূর্ণভাবে গ্যাসের সরবরাহ বন্ধ করে দিতে পারে। তাই পরিস্থিতি মোকাবিলায় এমন প্রস্তাব দেয়া হয়েছে ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে।
ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন বলেন, রাশিয়া আমাদের ব্ল্যাকমেইল করার পাশাপাশি জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ফলে রাশিয়ার যে কোনো পদক্ষেপে প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, আমাদের প্রোঅ্যাকটিভ হতে হবে। রাশিয়ার গ্যাস ছাড়া কীভাবে চলা যায় সে ব্যাপারে আমাদের প্রস্তুতি নিতে হবে।
/এনএএস
Leave a reply