Site icon Jamuna Television

রূপগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে তরুণীর লাশ উদ্ধার, পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা

ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জের রূপগঞ্জ বাজারের একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত এক তরুণীর (২০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। ৩-৪ দিন পূর্বে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া বাজারের শীতলক্ষ্যা নদীর পাড়ের আজিজ মিয়ার পরিত্যক্ত ঘর থেকে এই মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক পঙ্কজ সরকার জানান, বুধবার বিকেলে মুড়াপাড়া বাজারের আজিজ মিয়ার পরিত্যক্ত ঘর থেকে পঁচা-দুর্গন্ধ বের হলে লোকজন ঘরের ভেতরে এক তরুণীর বিবস্ত্র মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মরদেহের মুখ থেতলানো ছিল বলেও জানায় পুলিশ।

এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় ছুটে আসেন রুনা নামে এক নারী। তিনি জানান, গত ঈদুল আজহার তিনদিন আগে থেকে তার মেয়ে সোনালীকে খুঁজে পাচ্ছেন না তিনি। কাছাকাছি বয়সের মরদেহ বলে লাশটি সোনালীর হতে পারে বলে ধারণা রুনা বেগমের।

জেডআই/

Exit mobile version