Site icon Jamuna Television

নতুন করে ইউরোপের বিশাল এলাকাজুড়ে ছড়িয়েছে দাবানল

ইউরোপের বিশাল এলাকাজুড়ে নতুন করে ছড়িয়েছে দাবানল। গ্রিস, স্পেন ও ইতালিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে আগুন। নিয়ন্ত্রণে আনতে লড়ছেন ফায়ার সার্ভিসের হাজার হাজার কর্মী। খবর বিবিসির।

প্রচণ্ড দাবদাহের কারণে ওই অঞ্চলে দেখা দিয়েছে তীব্র খরা। নেমে গেছে পানির স্তর। শুষ্ক বাতাসে অবিশ্বাস্য দ্রুততায় ছড়াচ্ছে আগুন। তবে ভূমি থেকে কাজ করা অসম্ভব ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। হেলিকপ্টার দিয়ে ছিটানো হচ্ছে পানি ও রাসায়নিক। প্রতিদিনই সতর্কতা জারি হচ্ছে নতুন নতুন এলাকায়। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে লাখখানেক মানুষ। ফ্রান্স ও যুক্তরাজ্যে তাপমাত্রা কিছুটা কমলেও বেড়েছে ইউরোপের উত্তর-পূর্বাঞ্চলে। পর্তুগালে এক হাজার ছাড়িয়েছে দাবদাহের প্রভাবে মৃত্যুর সংখ্যা। স্পেনে মারা গেছে ৫ শতাধিক।

বিশ্লেষকরা বলছেন, এরইমধ্যে শিল্প যুগের আগের তুলনায় ১ দশমিক ১ সেন্টিগ্রেড উষ্ণ হয়ে উঠেছে বিশ্ব। দ্রুত ব্যবস্থা না নিলে যা বাড়তেই থাকবে।

এটিএম/

Exit mobile version