Site icon Jamuna Television

সন্তানদের নিয়ে সাবেক স্ত্রীর শেষকৃত্যে ট্রাম্প

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্পের অন্ত্যেষ্টিক্রিয়া বুধবার (২০ জুলাই) নিউইয়র্কের সেন্ট ভিনসেন্ট ফেরার চার্চে অনুষ্ঠিত হয়েছে। স্ত্রী মেলানিয়াসহ সেখানে যোগ দেন ট্রাম্প। সাথে ছিলেন সন্তানরাও। খবর সিএনএনের।

সকলে ইভানা ট্রাম্পের প্রতি শ্রদ্ধা জানান এবং স্মৃতিচারণ করেন। শোকবার্তায় সাবেক স্ত্রীকে নিয়ে কথা বলেন ট্রাম্পও। এছাড়াও শেষকৃত্য অনুষ্ঠানে দেখা যায় হাইপ্রোফাইল রাজনীতিবিদ, ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্বদের।

নিউইয়র্ক সিটি অফিসের চিফ মেডিক্যাল পরীক্ষকের মতে, ব্যবসায়ী ও টেলিভিশন ব্যক্তিত্ব ইভানা ট্রাম্প গেল ১৪ জুলাই তার নিউইয়র্ক সিটির অ্যাপার্টমেন্টে ৭৩ বছর বয়সে দুর্ঘটনার ফলে মারা যান। এদিকে পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ইভানা ট্রাম্পকে তার অ্যাপার্টমেন্টের ভেতরে সিঁড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।

আশির দশকে ইভানা ছিলেন যুক্তরাষ্ট্রের স্টাইল আইকন। ১৯৭৭ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের ঘরে ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা এবং এরিক নামের তিন সন্তান রয়েছে।

এটিএম/

Exit mobile version