Site icon Jamuna Television

ইরাকের কুর্দিস্তানে হামলা: শিশুসহ ৯ জনের মৃত্যু, আহত ২৩ জন

ইরাকের কুর্দিস্তানে হামলায় শিশুসহ কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৩ জন। খবর রয়টার্সের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার তুর্কি সীমান্তবর্তী কুর্দিস্তানের একটি পার্কে গোলাবর্ষণ করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বছরের শিশুসহ কয়েকজনের। এ ঘটনায় তুরস্ককে দায়ী করছে বাগদাদ। উত্তেজনা ছড়িয়েছে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে।

এক টুইট বার্তায় ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাধিমি বলেন, দেশটির সার্বভৌমত্বে আঘাত হেনেছে তুরস্ক। বাগদাদে তলব করা হয়েছে তুর্কি রাষ্ট্রদূতকে। দাবি, হামলার ঘটনায় ক্ষমা চাইতে হবে তাকে।

একইসাথে তুরস্কের আঙ্কারায় ইরাকি দূতাবাস থেকে কর্মকর্তাদের ফিরিয়ে আনার ঘোষণাও দিয়েছে বাগদাদ। অভিযোগ অস্বীকার করে হামলার পেছনে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি দায়ী বলে দাবি করছে তুর্ক প্রশাসন।

/এমএন

Exit mobile version