Site icon Jamuna Television

ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দি অবস্থায় মাদরাসা শিক্ষার্থী উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দী অবস্থায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে পৌর শহরের গোবিন্দনগর টাঙ্গন নদীর জোড়া সেতুর নিচে থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিক্ষার্থী দিনাজপুর কবিরাজহাট এলাকার কারী মোস্থফা কামালের মেয়ে।

সদর থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে টাঙ্গন জোড়া সেতুর নিচে বস্তাবন্দী অবস্থায় ওই কিশোরীকে দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে জীবিত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরও জানান, তাকে বস্তায় ভরে সেতুর নিচে ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এটিএম/

Exit mobile version