Site icon Jamuna Television

ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় উত্তাল চবি ক্যাম্পাস

ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় আজ বৃহস্পতিবারও (২১ জুলাই) প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। এদিন সকালে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা অবস্থান নেন উপাচার্যের কার্যালয়ের সামনে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করেন তারা। পরে মিছিল নিয়ে অবস্থান নেন ক্যাম্পাসের জয় বাংলা চত্ত্বরের সামনে।

এদিকে, এই ঘটনায় জড়িতদের এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। এ ঘটনায় অজ্ঞাত ৫ জনকে আসামি করে মামলা হয়। গেলো রোববার রাতে প্রীতিলতা হলের পাশে ওই ছাত্রী শ্লীলতাহানির শিকার হন বলে মামলায় বলা হয়েছে।

উল্লেখ্য, এ ঘটনায় গতকাল রাতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছিল বিভিন্ন হলের কয়েকশ ছাত্রী। পরে দীর্ঘ সাড়ে চার ঘণ্টা পর রাতে সাড়ে ‌১২টার দিকে প্রশাসনের আশ্বাসে নিজ নিজ হলে ফিরে যান আন্দোলনরত ছাত্রীরা।

/এমএন

Exit mobile version