Site icon Jamuna Television

শপথ নিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে তাকে শপথবাক্য পাঠ করানো হয়। খবর দ্য ইকোনমিক টাইমসের।

এর আগে বুধবার পার্লামেন্টে ২২৫ আইনপ্রণেতার মধ্যে ১৩৪ জন রনিলকে ভোট দিয়ে নির্বাচিত করেন। নির্বাচিত হওয়ার পরই দেশের উন্নয়নে জোটবদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান ছয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা রনিল। অবশ্য রাজাপাকসে পরিবারের সদস্যদের শীর্ষ পদ থেকে পদত্যাগ ও নতুন নির্বাচনের পরও থামেনি বিক্ষোভ। নতুন প্রেসিডেন্টকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ অব্যাহত আছে।

পার্লামেন্ট ভবনের সামনে আন্দোলন করছে হাজারো মানুষ। তারা বলছেন, পার্লামেন্টের ভোটে নির্বাচিত কাউকে মেনে নেয়া হবে না। রনিল ক্ষমতায় থাকলে কখনোই শ্রীলঙ্কার উন্নয়ন হবে না বলেও মন্তব্য তাদের।

এটিএম/

Exit mobile version