Site icon Jamuna Television

‘মাশরাফী-সাকিবের নির্বাচন নিয়ে বিশ্বকাপের আগে কথা নয়’

ওবায়দুল কাদের- ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনয়নে কিছু চমক আছে। সাকিব আর মাশরাফি এঁদের ব্যাপারে আমরা কোনো মন্তব্য এই মুহূর্তে করতে চাই না। সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে। বিশ্বকাপের আগে নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে তাঁদের কোনো কথা নেই।’

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদেরকে আজ বৃহস্পতিবার এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নে কিছু চমক আছে। সেটা এখনো কোনো চূড়ান্ত রূপ নেয়নি। অনেকের আবেদন আছে, আগ্রহ আছে। সাংস্কৃতিক, ক্রীড়া ও গণমাধ্যম—এসব ক্ষেত্র থেকে অনেকের আগ্রহ আছে। জাতীয় দলের খেলোয়াড়দের মনোনয়ন দেওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিশ্বকাপের পরেই দেখা যাবে তাঁরা কে কে নির্বাচন করবেন? কীভাবে করবেন, কোন আসন থেকে করবেন? এগুলো আলাপ–আলোচনার পর্যায়ে চলছে। বিশ্বকাপের আগে তাঁরা মনস্থির করেননি। তিনি আরও বলেন, ‘আর আমরা যাকেই মনোনয়ন দেব, তাঁকে অবশ্যই জয়ী হওয়ার মতো অবস্থায় থাকতে হবে। এ ব্যাপারে সবার নামের তালিকা নেত্রীর কাছে আছে।’

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী কাদের বলেন, ‘তিনি বলেছেন, তাঁরা (সাকিব-মাশরাফি) আওয়ামী লীগ থেকে প্রার্থী হচ্ছেন। তিনি বলেছেন, ওরা প্রার্থী হলে তিনি ভোট দেবেন।’

বাংলাদেশের উন্নয়নশীল দেশে উন্নিত, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ও প্রধানমন্ত্রীর ডি-লিট উপাধি অর্জনে শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ- এ কথা জানান কাদের। সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৭ জুলাই এ গণসংবর্ধনা দেয়া হবে।

Exit mobile version