Site icon Jamuna Television

‘সরানো হবে কারওয়ান বাজার, তবে শিগগিরই সম্ভব নয়’

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ফাইল ছবি।

কারওয়ান বাজার স্থানান্তরে গাবতলী কাঁচাবাজার তৈরি হলেও সহসাই তা স্থানান্তর সম্ভব হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গাবতলী কাঁচাবাজার তৈরির কাজ পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বলেন, কঠিন হলেও ব্যবসায়ী ও ক্রেতাদের স্বার্থ রক্ষা করেই বাজার সরানো হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে তার মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।

নবনির্মিত বাজারে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা দোকান বরাদ্দ নিতে আগ্রহী বলেও দাবি করেন তিনি। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বাজার পরিকল্পিত আধুনিক নগরী গড়তে শহরের মধ্যে থাকার বাজার সরানোর বিকল্প নাই বলে মন্তব্য করেন।

/এমএন

Exit mobile version