Site icon Jamuna Television

নোয়াখালীতে ‘জ্বিনের বাদশা’সহ ৬ প্রতারক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে জ্বিনের বাদশাসহ ৬ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি সিম, সিমের খোসা ও প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ম্যাগনেট ও ১০টি ধাতব মুদ্রা জব্দ করা হয়।

বুধবার (২০ জুলাই) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- প্রতারক চক্রের সক্রিয় সদস্য আব্দুল মমিন (৬১), ইমাম উদ্দিন রাসেল (৩৫), আজিজুল হক (৪১), মো. নুরনবী মানিক (৪৭), নজরুল ইসলাম (২৬) ও মো. নুর হোসেন (৫০)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, উক্ত আসামিগণ ২০১৮ সাল হতে বিভিন্ন মানুষকে প্রতারণা করে ১নং আসামি জ্বিনের বাদশা সাজিয়া রাতের বেলায় ফোন দিয়ে প্রলোভন ও প্রতারণা করে বিকাশ ও নগদে এবং ম্যাগনেট দেখিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে যায়। আসামিদের জিজ্ঞাসাবাদে তারা মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। তারা প্রতারণা করে ৩ জনের কাছ থেকে মোট এক কোটি পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

ওসি আরও জানায়, প্রতারণার কাজে ব্যবহৃত মূল ম্যাগনেটটি পলাতক আসামি রিপনের কাছে রয়েছে। অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version