Site icon Jamuna Television

দেশে ফিরেছেন মাহমুদউল্লাহ, অধিনায়কত্ব নিয়ে বিসিবি কর্মকর্তাদের সাথে বৈঠক

মাহমুদউল্লাহ রিয়াদ। ফাইল ছবি।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে আজ বৃহস্পতিবার (২১ জুলাই) দেশে ফিরেছেন টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার সাথে দেশে ফিরেছেন আফিফ হোসেন আর নাসুম আহমেদও। বিকেলে ফেরার কথা রয়েছে বাকি সদস্যদের। দেশে ফিরে অবশ্য গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি রিয়াদ। সরাসরি চলে যান নিজ বাসায়।

তবে দুপুরে নির্বাচক ও ক্রিকেট অপারেশন্সের সাথে বিশেষ বৈঠক হওয়ার কথা তার। যেখানে আলোচনা হবে জিম্বাবুয়ে সফরে রিয়াদ যাবেন নাকি বিশ্রামে থাকবেন। গত কয়েদিন ধরেই গুঞ্জন টি-টোয়েন্টির অধিনায়কত্বে পরিবর্তন আনতে চায় টিম ম্যানেজমেন্ট। সাকিব-সোহান জুটিকে দায়িত্ব দেয়ার আলোচনাও চলছে। এমন অবস্থায় মাহমুদউল্লাহর মতামত জানতেই আজকের বৈঠক।

আরও পড়ুন: বাংলাদেশের হয়ে খেলতে চান ব্রাজিলিয়ান ফুটবলার

যদিও আইসিসির সভায় যোগ দিতে লন্ডনে থাকায় থাকছেন না বোর্ড সভাপতি নাজমুল হাসান। সে ক্ষেত্রে টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের ভবিষ্যৎ কী, সেটি জানা যেতে পারে ক্রিকেট অপারেশন্সের সাথে বৈঠকের পর। জিম্বাবুয়ে সফরের জন্য দল ঘোষণা হবে আগামীকাল শুক্রবার।

জেডআই/

Exit mobile version