স্টাফ করেসপন্ডেন্ট, ফেনী:
ফেনীর কাশিমপুরে একই বাড়িতে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা-ভাগ্নে। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন দুই শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারা দু’জন বাড়ির দক্ষিণ পাশে পুকুর পাড়ে খেলতে যায়। দুপুরে কোনো এক সময় পানিতে ডুবে ভাসতে থাকে তারা। এলাকাবাসী ও লোকজন তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃত দু’জন হচ্ছেন ঢাকার উত্তর খান এলাকার মেহেদী হাসানের ছেলে মো. নোহান তুর (৯) ও ফেনীর উত্তর কাশিমপুর গ্রামের মমিন ফকির বাড়ির বেলাল হোসেনের ছেলে ইহাব হোসেন (৮)। দু’জনে মাদ্রাসা পড়ুয়া ছাত্র ও সম্পর্কে মামা-ভাগিনা হন। নোহান তুর ঢাকার একটি হেফজ মাদ্রাসায় পড়াশোনা করে। সে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। অপরজন উত্তর কাশিমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র।
আরও পড়ুন: নোয়াখালীতে ‘জ্বিনের বাদশা’সহ ৬ প্রতারক গ্রেফতার
জেডআই/
Leave a reply