যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর ৫০ হাজার টাকাসহ নতুন ঘর পেলেন অসহায় জোবেদা

|

ঝালকাঠিতে একটি ঝুপড়ি ঘরে এক পঙ্গু সন্তান নিয়ে বসবাস করতেন অসহায় বিধবা জোবেদা খাতুন (৮০ )। তার ছিল না কোনো ঘর, খাদ্য কিংবা প্রয়োজনীয় বস্ত্রও। রোদ, বৃষ্টি কিংবা ঝড় ছিল তার নিত্যদিনের সঙ্গী। প্রতিদিন অনাহারে দিন কাটতো জোবেদা খাতুনের।

৬ মাস পূর্বে যমুনা টেলিভিশন জোবেদা খাতুনের অসহায়ত্ব নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে। এরপরই দেশের বিভিন্ন জেলা থেকে জোবেদা খাতুনের পাশে মানুষ ছুটে আসে। বাড়ায় সাহায্যের হাত। কেউ চাল-ডাল-তেল তো কেউ শাড়ীসহ ব্যবহারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তার পাশে ছুটে আসে।

বৃদ্ধার কাছে ছুটে আসেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারও।  তিনি তার বিধ্বস্ত ঘর দেখে হতবাক। সে সময় তাকে নতুন ঘর করে দেয়ার আশ্বাস দেন সাবেকুন।

৬ মাস মাস পর জোবেদা খাতুনের মুখে হাসি ফুটেছে। পাকা টয়লেট, গভীর নলকুপ ও নগদ ৫০ হাজার টাকাসহ ঘর পেয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার জোবেদা খাতুনকে ঘরে তুলে দেন। সেই অসহায় জোবেদার মুখে এখন তাই ফুটছে হাসি।

আরও পড়ুন: আত্মহত্যা করা এডিসির সাবেক দেহরক্ষী ছিলেন আত্মহননকারী কনেস্টেবল

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply