Site icon Jamuna Television

অল্প আঘাত লাগলেও কালচে দাগ পড়ে যাচ্ছে? হতে পারে জটিল রোগ!

ছবি: সংগৃহীত

শরীরে একটু আঘাত পেলেই কালচে দাগ পড়ে যায় এমন সমস্যায় অনেকেই পড়েন। কখনও আবার এমনও হয় যে, কখন আঘাত লাগল সেই খেয়াল নেই, অথচ বেশ বড় কালচে দাগ পড়ে গিয়েছে। তবে খুব জোরে আঘাত লাগলে কালচে দাগ পড়া খুব একটা অস্বাভাবিক কিছু নয়। খুব ঘন ঘন যদি এই ধরনের সমস্যায় পড়েন, তাহলে কিন্তু ভাবার বিষয়। এটা হতেই পারে এটি বড় কোনো রোগের উপসর্গ।

১) রক্ত ঠিক মতো জমাট না বাঁধলে কিংবা রক্ত জমাট বাঁধতে দেরি হলে এই ধরনের সমস্যায় ভুগতে হয়। হিমোফিলিয়া জাতীয় রোগের উপসর্গ হতে পারে কালচে দাগ পড়া।

২) ঘন ঘন কালচে দাগ পড়া হতে পারে ক্যানসারের লক্ষণও। ব্লাড ক্যানসার বা বোনম্যারো ক্যানসার হলে শরীর জুড়ে কালচে দাগ পড়তে পারে।

৩) লিভার সিরোসিস রোগে আক্রান্ত হলেও শরীরে কালচে দাগ পড়ে। লিভারের যে প্রোটিনটি রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, সেই প্রোটিনের উৎপাদন কমিয়ে দেয় এই রোগ।

৪) ঘন ঘন কালচে পড়ার অর্থ ভিটামিনের অভাব হতে পারে। শরীরে ভিটামিন সি বা ভিটামিন কে’র অভাব ঘটলেও কালচে দাগ পড়তে পারে।

৫) কোনো বিশেষ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও কালচে দাগ পড়তে পারে। অ্যাসপিরিন জাতীয় ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না। তাই এই ধরনের ওষুধ সেবন করলে কালচে দাগ পড়ার আশঙ্কা থাকে।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা
ইউএইচ/

Exit mobile version