Site icon Jamuna Television

নেত্রকোণা থেকে অপহৃত স্কুলছাত্রী ২২ দিন পর গাজীপুরে উদ্ধার, গ্রেফতার প্রধান আসামি

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:

নেত্রকোণার কলমাকান্দায় অপহরণের ২২ দিন পর এক স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ জুলাই) রাতে গাজীপুরের সালনা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এ সময় অপহরণে জড়িত অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. জুয়েল মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া জুয়েল মিয়া নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা গ্রামের বাসিন্দা।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী উপজেলা সদরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে লেখাপড়া করে। বিভিন্ন সময় বখাটে জুয়েল মিয়া মেয়েটিকে উত্যক্ত করে আসছিলো। জুয়েল বিবাহিত ও তিন সন্তানের জনক। উত্যক্তের বিষয়টি ছাত্রী তার পরিবারের সদস্যদের জানায়। এ নিয়ে পরিবারের লোকজন জুয়েলকে জিজ্ঞাসা করলে সে আরও ক্ষিপ্ত হয়।

গত ২৯ জুন সকালে মেয়েটি জন্মনিবন্ধন সংশোধনের জন্য বাড়ি থেকে বের হয়। পথে উপজেলা মোড় এলাকা থেকে জুয়েল মিয়া তার লোকজন নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে। ঘটনার দিন সন্ধ্যায় মেয়েটির বাবা বাদী হয়ে জুয়েলকে প্রধান আসামি করে ছয়জনের নামে থানায় মামলা করেন। পরে বুধবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা কলমাকান্দা থানার উপপরিদর্শক (এস আই) প্রশান্ত কুমার সাহার নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গাজীপুরের সালনা এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। এ সময় জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, গ্রেফতার হওয়া জুয়েলকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার শেষে আদালত ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

জেডআই/

Exit mobile version