Site icon Jamuna Television

দুর্নীতি মামলায় সোনিয়া গান্ধিকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি

ভারতে বহুল আলোচিত ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের আর্থিক বিষয়ে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে গোয়েন্দা দফতরে হাজিরা দেন এই রাজনীতিক। ভারতীয় গণমাধ্যম ইনডিয়া টুডের খবর বলছে, সেখানে দুই ঘণ্টার মতো অবস্থান করেছেন সোনিয়া। গোয়েন্দা দফতরে হাজিরা দেয়ার সময় তার সাথে ছিলেন মেয়ে প্রিয়াঙ্কা গান্ধি ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক ঘ্যালট।

এর আগে, জুন মাসে ৫ দিন ধরে রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সেসময় কংগ্রেস সভানেত্রীকে তলব করা হলেও অসুস্থতার কারণে তিনি হাজিরা দিতে পারেননি।

এদিকে গান্ধি পরিবারকে হেনস্তার অভিযোগ তুলে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ-সমাবেশ হচ্ছে। ইডি দফতরের বাইরেও অবস্থান নেন হাজারো সমর্থক।

প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সম্পত্তি আত্মসাতের অভিযোগে সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে মামলাটি করেছিলেন বিজেপি নেতা সুব্রামনিয়াম সোয়ামি।

/এডব্লিউ

Exit mobile version