Site icon Jamuna Television

নতুন জীবনে সবার কাছে দোয়া চাইলেন অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত

দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারে এবার নতুন এক পথচলায় নিজেকে সামিল করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুধু নায়িকা নয়; প্রযোজক হিসেবে সিনেমায় পা রাখতে চলেছেন তিনি। আর সেই পথে সফল হয়ে ভক্ত-অনুরাগীর কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় এ চিত্রনায়িকা।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব।

চেক হাতে পাওয়ার পর অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, এর মাধ্যমে নতুন পথচলা শুরু হয়েছে তার।

পোস্টে অপু বিশ্বাস বলেন, ‘নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য, আশা করি সব সময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই আপনাকে পাশে পাব। জয় হোক বাংলা চলচ্চিত্রের’।

/এনএএস

Exit mobile version