Site icon Jamuna Television

কুয়াকাটা সৈকতে ফের দেখা গেলো বিশ্বের ‘৪র্থ বিষধর’ সাপ

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:

পটুয়াখলীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে আবারও দেখা মিলেছে একটি ইয়োলো বিল্ড সি স্নেকের। বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা এগারোটায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এটি দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা এটিকে উদ্ধার করেন। যদিও এটি ছিল মৃত।

ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, ধারণা করা হচ্ছে গভীর সমুদ্র থেকে ঢেউয়ের তোড়ে ১ ফুট দৈর্ঘ্যের এ সাপটি জীবিত অবস্থায় ভেসে এসেছে। তবে ঠিক কী কারণে এটি মারা গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

ওযার্ল্ডফিসের সহকারী জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সকল সাপের মধ্যে এটা ৪র্থ বিষধর সাপ। এ সাপ সচারাচর দেখা যায় না। এটি সংরক্ষণের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এ বছরের গত ১০ জুন সৈকতে আরও একটি জীবিত ইয়োলো বিল্ড সি স্নেক ভেসে এসেছিল।

জেডআই/

Exit mobile version