Site icon Jamuna Television

শিক্ষার্থীদের প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে, তবে প্রযুক্তির দাস হওয়া যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে, তবে প্রযুক্তির দাস হওয়া যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বলেন, এখন শিক্ষাজীবনে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ কমে যাচ্ছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে রাজধানীর বিআইসিসিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিকুলাম পরিবর্তনের পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার। আগামী দিনে শুধু সার্টিফিকেট অর্জন করে চাকরি পাওয়া যাবে না বলেও মন্তব্য করে তিনি।

দীপু মনি বলেন, বিভিন্ন ধরনের স্কিল্ড অর্জন করতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান নয়, সমাজ বিনির্মাণে মানবিক ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এগিয়ে যেতে হবে।

ইউএইচ/

Exit mobile version