Site icon Jamuna Television

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, কোনো রাজ্য পুড়ছে দাবানলে, কোনোটি ভাসছে বন্যায়

নানামুখী প্রাকৃতিক দুর্যোগের কবলে যুক্তরাষ্ট্র। কোনো রাজ্য পুড়ছে দাবানলের আগুনে, আবার কোনো রাজ্য ভাসছে বন্যার পানিতে। দেশটির টেক্সাস রাজ্যে দাবানলে পুড়ছে ৬ হাজার একরের বেশি বনভূমি অন্যদিকে সাউথ ক্যারোলাইনা রাজ্যের চার্লসটন ভেসে যাচ্ছে বন্যার তোড়ে।

টেক্সাসের বনবিভাগের হিসাব দেখিয়ে সংবাদমাধ্যম সিএনএন বলছে, আগুনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত টেক্সাসের সামারভেল কাউন্টি। সতর্ক অবস্থায় রয়েছে প্রতিবেশী হুড কাউন্টিও। বনবিভাগের বিবৃতিতে জানানো হয়, হেলিকপ্টারের মাধ্যমে পানি এবং রাসায়নিক ছড়িয়ে মাত্র ১০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। শিগগিরই পদক্ষেপ না নিলে লোকালয়ে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছে বন বিভাগ। টেক্সাস কর্তৃপক্ষের হিসাবে এখনও ১২টি স্থানে সক্রিয় রয়েছে আগুন।

এদিকে, বন্যার পানিতে ভাসছে সাউথ ক্যারোলাইনা রাজ্যের চালর্সটন। পানির তীব্র স্রোতে রাস্তায় অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ হারাচ্ছে, এমন ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত ৪ জুলাই, সাউথ ক্যারোলাইনা মৌসুমী ঝড়ের মুখোমুখি হয়। তারপরই বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি। দুদিন আগেও নিউ জার্সি এবং নিউইয়র্কে জারি করা হয় বন্যা সতর্কতা। প্রায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাতের পর সৃষ্টি হয় বন্যার।

/এডব্লিউ

Exit mobile version