Site icon Jamuna Television

মাদকবাহী গাড়িচাপা দিয়ে পুলিশ কনস্টেবলকে হত্যা, ৪ জনের যাবজ্জীবন

মেহেরপুরে কনস্টেবল আলাউদ্দিন হত্যা মামলার রায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক এই রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, আনিস মন্ডল, তাহাজুত হোসেন, রুবেল হোসেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

২০১৫ সালে মাদকবহনকারী মাইক্রোবাস ধরতে যায় পুলিশের একটি দল। এসময় মাইক্রোবাসটি ব্যারিকেড পাশ কাটিয়ে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা কনস্টেবল আলাউদ্দিনকে চাপা দেয়। দ্রুত হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি তাকে।

এদিকে, নাটোরে এক নারীর ছবি এডিটিং করে অশ্লীলভাবে উপস্থাপন, নারীকে উত্ত্যক্ত করা এবং চাঁদা দাবির মামলায় অসীম শ্যাম নামে এক ব্যক্তিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত। একই সাথে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে। অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক জিয়াউর রহমান। ২০১৪ সালে এক নারীর ছবি অশ্লীলভাবে এডিট করে চাঁদা দাবি এবং ওই নারীকে উত্ত্যক্ত করেন অভিযুক্ত ব্যক্তি। পরে নাটোর সদর থানায় মামলা করেন ভুক্তভোগী।

/এডব্লিউ

Exit mobile version