Site icon Jamuna Television

রবীন্দ্রসঙ্গীতসহ বিভিন্ন গান বিকৃতির অভিযোগে হিরো আলমকে আইনি নোটিশ

ছবি: সংগৃহীত

রবীন্দ্রসঙ্গীতসহ বিভিন্ন গানের মিউজিক ভিডিও বিকৃতভাবে উপস্থাপন করায় আশরাফুল আলম ওরফে হিরো আলমকে আইনি নোটিশ পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২১ জুলাই) হিরো আলমকে এ নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। তার গানসমূহকে গণ-উৎপাত আখ্যা দিয়ে ৩০ দিনের মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আইনজীবীর পাঠানো নোটিশে বলা হয়েছে, আশরাফুল আলম ওরফে হিরো আলম সম্প্রতি রবীন্দ্রসংগীত ‘আমার পরান যাহা চায়’ গানের কিছু লাইন ও শব্দের সাথে বিশ্বকবির রচিত মূল গানটির লাইন ও শব্দের মিল পাওয়া যায়নি। এ ছাড়া একইভাবে বাংলাদেশের বিখ্যাত শিল্পী মৌসুমী ভৌমিকের গাওয়া ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটিও হিরো আলম গেয়েছেন, যার কিছু লাইন ও শব্দের সাথে মূল গানটির মিল নেই।

হিরো আলম চলচ্চিত্র শিল্পী, প্রযোজক, পরিচালক এবং সোশ্যাল মিডিয়ায় সরব ব্যক্তিত্ব। তাই মিউজিক ভিডিওতে বিকৃত ও অশুদ্ধ বাংলা শব্দ উচ্চারণ, আপত্তিকর অঙ্গভঙ্গি, নৃত্য পরিবেশন ও অশালীন পোশাক পরার মতো এসব কর্মকাণ্ড থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে নোটিশে।

/এনএএস

Exit mobile version