Site icon Jamuna Television

টি-১০ লিগে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার সাকিব

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজি টি-টেন লিগে অংশ নিচ্ছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের ষষ্ঠ আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে দেখা যাবে তাকে।

সম্ভাবনা রয়েছে অধিনায়কত্বেরও। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সাকিব ছাড়া আরও দুই বাংলাদেশি যুক্ত হচ্ছেন বাংলা টাইগার্সের সাথে। টিম মেন্টর হিসেবে থাকবেন কোচ ও ক্রিকেট বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিম। আর প্রধান কোচের ভূমিকায় থাকছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ।

এদিকে ডিসেম্বরের শুরুতে দেশের মাটিতে ভারত সিরিজ থাকায় টি-টেন লিগের পুরো মৌসুমের জন্য সাকিবকে পাচ্ছে না বাংলা টাইগার্স।

ইউএইচ/

Exit mobile version