Site icon Jamuna Television

দামেস্কতে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩

সিরিয়ার রাজধানী দামেস্কতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ৩ সিরিয়ান সেনা। এছাড়া আহত হয়েছে আরও ৭ জন। শুক্রবার (২২ জুলাই) সকালের দিকে এ হামলার খবর ঘটনা ঘটে বলে জানায় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর এএফপির।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শুক্রবার সকালের দিকে ইসরায়েলি বাহিনী দখলকৃত সিরিয়ান গোলানের দিকে বিমান হামলা চালায়। এতে নিহত হন সিরিয়ার ৩ সেনা সদস্য এবং আহত হয় ৭ জন। তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে বলে জানায় তারা।

এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর বলছে, এ হামলায় আরও তিনজন নিহত হয়েছে এবং মোট দশজন আহত হয়েছে।

মনিটর আরও জানায়, হামলার মাধ্যমে একটি অস্ত্রের ডিপো ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। যদিও ইসরায়েল তাদের হামলার ব্যাপারে কখনো কোনো মন্তব্য করে না। তবুও এ পর্যন্ত শতাধিক হামলার বিষয় স্বীকার করেছে তারা।

এটিএম/

Exit mobile version