Site icon Jamuna Television

হলুদ ক্ষেতে মুরগি ঢোকা নিয়ে সংঘর্ষ, কৃষক নিহত

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের নান্দাইলে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আবুল হাসেম (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে উভয় পক্ষের পাঁচজন। শুক্রবার সকালে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া।

তিনি জানান, সকাল সাতটার দিকে উপজেলার উত্তর বানাইল গ্রামে আবুবক্কর ছিদ্দিকের হলুদ ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতন্ডা ও পরে এক পর্যায়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হয়। গুরুতর আহত ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে আবুল হাসেম নামে এক কৃষক মারা যায়।

হাসপাতালে ভর্তিকৃতরা হচ্ছে আবুল হাসেমের ছেলে আলী উসমান (৪০) ও সুজন মিয়া (২৫), মেয়ে ঝর্না বেগম (২৭), আবুবক্কর ছিদ্দিকের ছেলে ইলিয়াস আলী (৪৫) এবং জমি মালিক আবুবক্কর ছিদ্দিক। এ ঘটনায় পিতা আবুবক্কর ছিদ্দিক ও ছেলে ইলিয়াস আলী আটক রয়েছে।

Exit mobile version