Site icon Jamuna Television

রুশ বাহিনীকে প্রতিহত করার ক্ষমতা ইউক্রেনের রয়েছে: জেলেনস্কি

ছবি: সংগৃহীত

ইউক্রেনের সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বড় ধরণের ক্ষতি করার সক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন, সেদেশের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। বৃহস্পতিবার (২১ জুলাই) ইউক্রেন বাহিনীর সিনিয়র কমান্ডারদের সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার গভীর রাতে এক ভিডিওতে জেলেনস্কি তার ভাষণে বলেন, বৈঠকে আধুনিক অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা হয়েছে এবং তিনি রুশ বাহিনীর ওপর আক্রমণ বাড়াতে নির্দেশ দিয়েছেন।

ভিডিওতে তিনি বলেন, যুদ্ধ ক্ষেত্রে এগিয়ে থাকার এবং রুশ বাহিনীর মারাত্মক ক্ষতি করার সক্ষমতা আমাদের সেনা বাহিনীর রয়েছে। এ সময় সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া হিমার্স মোতায়েন করে রুশ বাহিনীকে প্রতিহত করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে গেল সপ্তাহে ব্রিটেনের এক গুপ্তচর বলেছিলেন, আগামী সপ্তাহে রুশ সেনারা একটি অপারেশনাল বিরতি দিতে পারে যা ইউক্রেনীয় সেনাদের জন্য পাল্টা আঘাত করার এক দারুণ সুযোগ এনে দেবে।

এটিএম/

Exit mobile version