Site icon Jamuna Television

ওয়েবে চ্যাট ও ভিডিও কলের সুবিধা নিয়ে আসছে স্ন্যাপচ্যাট

প্রথমবারের মতো স্মার্টফোনের জগত থেকে বের হতে চলেছে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ স্ন্যাপ চ্যাট। প্লাটফর্মটি চ্যাটিং ও ভিডিও কলের মতো সুবিধা নিয়ে আসতে চলেছে তাদের ওয়েব গ্রাহকদের জন্য। তবে আপাততো এই নতুন সুবিধাটি স্ন্যাপচ্যাটের প্লাস গ্রাহকরাই পাবেন বলে জানা গিয়েছে। খবর বিজনেস টুডের।

স্মার্টফোনে লগিন করার একই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবে লগিন করা যাবে। তবে আপাততো ওয়েবের এই সুবিধাটি শুধুমাত্র আমেরিকা, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের গ্রাহকেরা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন বলে জানা গেছে। যেহেতু স্ন্যাপচ্যাট এখন সুবিধাটি শুধুমাত্র তাদের প্লাস গ্রাহকদের জন্য উন্মুক্ত করেছে, সেহেতু ধারণা করা হচ্ছে এর মাধ্যমে স্ন্যাপচ্যাট আরও বেশি পরিমাণ অর্থ উপার্জনের কথা ভাবছে।

প্রথমাবস্থায় এটি কেবলমাত্র ক্রোম এবং সাফারিতে কাজ করবে এবং প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি মাসে ১০০ মিলিয়ন লোক এই অ্যাপ ব্যবহার করে।

এটিএম/

Exit mobile version