Site icon Jamuna Television

বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতেই ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা হয়েছে: নসরুল হামিদ

বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতেই ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে। এমন তথ্য জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (২২ জুলাই) সকালে বারিধারায় বাসভবন থেকে বিদ্যুৎ, লোডশেডিং ও জ্বালানি ইস্যুতে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ডিজেলের ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের ব্যবহার করা হয়, বাকি ৯০ ভাগ পরিবহন ও সেচ কাজে ব্যবহার হয়। বিশ্ববাজারে ডিজেলের দাম অস্বাভাবিক বাড়ায় সরকার চাচ্ছে ১০% ডিজেল খরচ কমাতে। এতে দেশের ডলার খরচ কম হবে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে আমাদের ১৫ হাজার মেগাওয়াট সক্ষমতা আছে। পিকআওয়ারে চাহিদা ১৪ হাজার মেগাওয়াট। কূটনৈতিক এলাকা বাদে সব জায়গায় লোডশেডিং হবে। সপ্তাহখানেক পর্যবেক্ষণ করে লোডশেডিংয়ের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ইউএইচ/

Exit mobile version