Site icon Jamuna Television

ইতালির পার্লামেন্ট বিলোপ ঘোষণা, ৭০ দিনের মধ্যে আগাম নির্বাচনের নির্দেশ

ইতালির পার্লামেন্ট বিলোপ ঘোষণা করলেন প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা। নির্দেশ দিয়েছেন ৭০ দিনের মধ্যে আগাম নির্বাচন অনুষ্ঠানের। খবর ডয়েচে ভেলের।

সেদেশের সরকারি সূত্রের তথ্য অনুসারে, ২৫ সেপ্টেম্বর নাগাদ হতে পারে সাধারণ নির্বাচন। বৃহস্পতিবার (২১ জুলাই) পার্লামেন্ট অধিবেশনে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তার এই সিদ্ধান্তকে দলমত নির্বিশেষে সব এমপিরা স্বাগত জানান।

এর আগে, চলতি সপ্তাহেই নিজের রাজনৈতিক জোট- ফাইভ স্টারের সমর্থন হারান তিনি। এরপরই, সরকার প্রধানের দায়িত্ব থেকে ইস্তফার সিদ্ধান্ত নেন। প্রেসিডেন্ট বরাবর পদত্যাগপত্র পাঠালেও, সেটি গৃহীত হয়নি। পরে, পার্লামেন্টেই দেন ১৮ মাসের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা। অবশ্য, নির্বাচন হওয়া পর্যন্ত তিনি পালন করবেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।

এটিএম/

Exit mobile version