Site icon Jamuna Television

বেড়িবাঁধের ভাঙনে সাগরে তলিয়ে যাচ্ছে কক্সবাজারের কুতুবদিয়া

কক্সবাজার প্রতিনিধি:

বেড়িবাঁধের ভাঙনে বিপর্যস্ত কক্সবাজারের দ্বীপ জনপদ কুতুবদিয়া। সাম্প্রতিক জোয়ারেও চার কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সাগরের পানি ঢুকে প্লাবিত হচ্ছে লোকালয়। ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আরও ১৪টি পয়েন্ট। টেকসই বেড়িবাঁধ যেনো স্বপ্নই রয়ে গেলো কুতুবদিয়ার প্রায় দু লাখ মানুষের কাছে।

উত্তর ধূরং, দক্ষিণ ধূরং, কৈয়ারবিল, বড়ঘোপ ও ডেইল ইউনিয়নে বেড়িবাঁধের প্রায় চার কিলোমিটার অংশের ১৪টি পয়েন্ট ভেঙে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। সামান্য জোয়ারের পানিতে বিলীন হতে বসা এমন বেড়িবাঁধের মান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। গত অর্থবছরে বেড়িবাঁধের পেছনে খরচ করা হয় ১৮ কোটি টাকা। এর সবটাই ব্যর্থ বলে আক্ষেপ করছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সংস্কার না করলে আরও কয়েক কিলোমিটার অংশ সাগরে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বলছেন, সরকারের বরাদ্দ দেয়া অর্থের ৫০ শতাংশও যদি কাজে দিতো, তাহলে এই অঞ্চলের মানুষ রক্ষা পেতো।

টেকসই বেড়িবাঁধের অভাবে দূর্ভোগের শেষ নেই কুতুবদিয়ার মানুষের। ভাঙন ঠেকাতে বাঁধ সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। তবে দ্রুতই এর সমাধান চান এলাকাবাসী।

এসজেড/

Exit mobile version