ফেনীতে ট্রাক চাপায় অটোরিকশা চালকসহ নিহত ২, আহত ৩

|

স্টাফ করেসপনডেন্ট, ফেনী:

ফেনীতে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। আহতদের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা চলছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শহরতলীর পাঁচগাছিয়া বাজারে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় এখনও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নিহতদের মধ্যে একজন হলেন সিএনজি অটোরিকশার চালক এবং অপরজন ওই অটোরিকশার যাত্রী। মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সামাদ এ তথ্য নিশ্চিত করেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply