Site icon Jamuna Television

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিহত দুই শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকা সেনানিবাসে। তিন বাহিনী প্রধান এতে অংশ নেন।

গত ২৬ মে আফ্রিকার ইয়ালোকে কাঠ বহনকারী একটি ভারী বাহন নিয়ন্ত্রণ হারালে সৈনিক আরজান হাওলাদার ও সৈনিক মো. রিপুল মিঞা নিহত হন। সকালে সেনানিবাসের চপার্সডেনে নিহতের জানাজায় তিন বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শান্তিরক্ষীদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়ি পাঠানো হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় তাদের দাফন করা হবে।

Exit mobile version