Site icon Jamuna Television

ঘোড়াঘাটে ট্রাক চাপায় প্রাণ গেলো বৃদ্ধার

নিহত বৃদ্ধা।

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে মালবোঝাই এক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সালেহা বেগম (৬৭) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। পেশায় তিনি একজন গৃহকর্মী ছিলেন বলে জানা গেছে। নিহত সালেহা বেগম উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের বিরাহীমপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল প্রামাণিকের স্ত্রী।

শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরাহীমপুর-গুচ্ছগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক এবং ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার জানায়, রাণীগঞ্জ গো-হাটের পেছনে স্কুল শিক্ষক কালাম মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন সালেহা বেগম। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও নিজ বাড়ি গুচ্ছগ্রাম থেকে আঞ্চলিক মহাসড়ক দিয়ে কাজ করার জন্য রানীগঞ্জের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, আমরা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছি। সকল আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারকে মামলা করার জন্য বলা হয়েছে। তারা মামলা না করলে, আমরা বাদী হয়ে সড়ক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করব।

এসজেড/

Exit mobile version