Site icon Jamuna Television

পূর্ণিমার বিয়েতে ‘স্বপ্ন ভেঙেছে’ চিত্রনায়ক বাপ্পীর

ছবি: সংগৃহীত

দ্বিতীয়বার বিয়ে করলেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে গণমাধ্যমকে তিনি এই কথা জানান।

পূর্ণিমার বিয়ের খবরে মন ভেঙেছে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ নায়ক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কষ্টের গানের ছয়টি লাইন লিখেছেন।

তিনি লেখেন, ‘ভাবিনি কখনো যাবে চলে, এভাবে আমাকে একা ফেলে। স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি, একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি। প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেবো না, একবার বলে যাও কেনো আমার হলে না’। এরপরই বিরহের ইমোজি দিয়ে লিখেছেন, ‘তবুও কনগ্রেচুলেশন।’

আরও পড়ুন: বিয়ের খবর নিয়ে বিরক্ত না করার অনুরোধ পূর্ণিমার প্রাক্তন স্বামীর

প্রসঙ্গত, বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সাথে গত ২৭ মে বিয়ের পিঁড়িতে বসেছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। এ খবর নায়িকা জানিয়েছেন দু’মাস পর।

চিত্রনায়ক বাপ্পীর দেয়া পোস্ট

২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদ নামের একজনকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন।

/এনএএস

Exit mobile version