Site icon Jamuna Television

জমানো টাকা না দেয়ায় পিটিয়ে বৃদ্ধ বাবার মাথা ফাটিয়ে দিলো ছেলে

রূপগঞ্জ প্রতিনিধি:

ব্যাংকে জমানো টাকা তুলে নিতে কাগজে স্বাক্ষর না করায় সত্তর বছরের বৃদ্ধ বাবাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ এসেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাবার দায়ের করা মামলায় ছেলেকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী গ্রামে ঘটে এ ঘটনা পুলিশ জানায়, রূপসী চরপাড়া গ্রামের বৃদ্ধ আনছার আলী তার কর্মজীবনে জমানো টাকা স্থানীয় একটি বেসরকারি ব্যাংকে সঞ্চয় হিসেবে জমা রেখেছেন। তার একমাত্র ছেলে জুয়েল মিয়া (২৬) পিতার ভরণপোষণ না করায় তিনি সেই টাকার লভ্যাংশ উঠিয়ে জীবিকা নির্বাহ করেন। এ অবস্থায় তার স্ত্রী ফাতেমা এবং ছেলে জুয়েল সে টাকা উঠিয়ে দিতে প্রায়ই তাকে মারধোর করেন বলে অভিযোগ আনছার আলীর।

এরই মধ্যে গত বৃহস্পতিবার রাতে টাকা তুলতে একটি ব্যাংকের ফরমে স্বাক্ষর করতে চাপ প্রয়োগ করা হয় আনছার আলীর ওপর। তিনি রাজি না হওয়ায় বৃদ্ধ পিতা আনছার আলীকে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং এক পর্যায়ে তার মাথা ফাটিয়ে দেয় পাষন্ড এই ছেলে। পরে লোকজন আনছার আলীকে রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখান চিকিৎসা নিয়ে শুক্রবার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করে এই বৃদ্ধ। শুক্রবার দুপুরেই পুলিশ জুয়েলকে আটক করে।

এসজেড/

Exit mobile version