Site icon Jamuna Television

কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:

পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে না‌হিয়ান মাহা‌দি নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্ট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। মৃত মাহা‌দি ঢাকার বংশাল এলাকার হাজী মো. না‌জিম উদ্দিনের ছেলে এবং ওই এলাকার এক‌টি স্কুলের দশম শ্রেণির ছাত্র।

বিষয়‌টি নি‌শ্চিত করেছেন টু‌রিস্ট পু‌লিশের ব‌রিশাল জোনের অ‌তিরিক্ত পু‌লিশ সুপার আবুল কালাম আজাদ।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী আবুল হোসেন রাজু জানান, মামাসহ অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে গোসল করতে নেমে সাতার কাটার এক‌টি টিউব নিয়ে ঢেউয়ের তোড়ে বালুর উপরে দু‌’টি জিও ব্যাগের ফাঁকে আটকা পড়ে না‌হিয়ান। এ সময় তার নিকটাত্মীয়রা অনেক চেষ্টা করে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বি‌শিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক ডাঃ আ‌শিকুর রহমান না‌হিয়ানকে মৃত ঘোষণা করেন।

মৃত না‌হিয়ানের মামা মো. তাজুল ইসলামের বরাত দিয়ে আবুল হোসেন রাজু জানান, না‌হিয়ানের বাবা অসুস্থ। তার মামা তাজুল ইসলামের সাথে শুক্রবার সকালে বেড়াতে কুয়াকাটা আসেন। পরে দিনভর ঘোরাঘু‌রির পরে পৌনে চারটার দিকে গোসল করতে নেমে চারটার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় না‌হিয়ানের বোন না‌জিয়া জাহান ঐশী, মামাতো বোন‌ সো‌নিয়া ইসলাম লিজা ও সান‌জিদা ইসলামও গোসল কর‌ছিল। তবে তারা সবাই অক্ষত আছে বলে আবুল হোসেন রাজু জানান।

/এনএএস

Exit mobile version