Site icon Jamuna Television

ক্যাপিটল হিলে হামলার অষ্টম বারের মতো শুনানি; অংশ নেননি প্রধান অভিযুক্ত ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় অষ্টম বারের মতো শুনানি হয়েছে। তবে এদিনের শুনানিতে অংশ নেননি প্রধান অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিন প্রত্যক্ষদর্শী এবং আইনপ্রণেতাদেরও শুনানি হয়। তাদের বক্তব্যে উঠে আসে ট্রাম্পের দেয়া উস্কানিমূলক ভাষণের কথা। এমনকি অধিবেশনের ভেতরে অস্ত্র নিয়ে হামলার ঘটনায় দ্রুত যথাযত ব্যবস্থা না নেয়ার জন্যও ট্রাম্পকে দায়ী করেন তারা। বলেন, সেদিন টিভিতে বিস্তারিত ঘটনা দেখছিলেন ট্রাম্প। তবুও পদক্ষেপ নেয়ার পরিবর্তে চুপ ছিলেন তিনি।

যদিও সব অভিযোগ অস্বীকার করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি অধিবেশন চলাকালেই, মার্কিন পার্লামেন্টের ভেতরে-বাইরে একযোগে হামলা চালায় কয়েক হাজার ট্রাম্প সমর্থক। অনেকেই ছিল সশস্ত্র। চলে ভাঙচুর, মারামারি, গোলাগুলি। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত জো বাইডেন

/এম ই

Exit mobile version