Site icon Jamuna Television

শিক্ষার্থী কর্তৃক ছিনতাইকারীকে ধরিয়ে দেয়ার ঘটনায় পুলিশের মামলা দায়ের

ছিনতাইকারীকে মাটিতে ফেলে উত্তম মধ্যম দিচ্ছেন সাহসী তরুণী।

রাজধানীর কাওরান বাজারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কর্তৃক দুই ছিনতাইকারীকে ধরিয়ে দেয়ার আলোচিত ঘটনায় ভুক্তভোগী মামলা করতে না চাওয়ায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

এর আগে, বুধবার (২০ জুলাই) সন্ধ্যার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ঘটে এই ঘটনা। মিরপুর থেকে বাসে পুরান ঢাকায় যাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। জানালা দিয়ে ছোঁ মেরে তার মোবাইল ফোনটি নিয়ে নেয় এক ছিনতাইকারী। বাস থেকে নেমে ছিনতাইকারীকে ধাওয়া করে ভুক্তভোগী তরুণী। কিন্তু পালিয়ে যায় সেই অভিযুক্ত। এরই মাঝে ওই শিক্ষার্থী ঘটতে দেখেন আরেক ছিনতাইয়ের ঘটনা। এক নারীর ব্যাগ নিয়ে পালাচ্ছিল আরেক ছিনতাইকারী। হাতেনাতে তাকে ধরে ফেলেন ভুক্তভোগী শিক্ষার্থী। মাটিতে ফেলে নিজের মোবাইল হারানোর রাগ ঝাড়তে দেখা যায় ব্যাগ ছিনতাইকারীর উপর।

তখন আশেপাশে জড়ো হয় বেশ কয়েকজন মানুষ। ভুক্তভোগীকে থামানোর চেষ্টার পরও থামানো যায়নি। এ সময় ঘটনাস্থলে আসেন মানবজমিন পত্রিকার ফটোসাংবাদিক জীবন আহমেদ। তার সহায়তায় আটকে রাখা ছিনতাইকারীর আরেক সহযোগীকে ধরে ফেলেন ওই শিক্ষার্থী। এরপর ঘটনাস্থলে আসে পুলিশ। আটকে রাখা দুই ছিনতাইকারীসহ অভিযোগ নিতে ভুক্তভোগীকেও থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় পুলিশের উপর ক্ষোভ জানান ভুক্তভোগী শিক্ষার্থী। তার বক্তব্য, একজন ছিনতাকারীকে ধরে তার কাছ থেকে তথ্য আদায় করে আরেকজনকে ধরেছেন তিনি। দুইজন ছিনতাইকারীকে পুলিশে ধরিয়ে দিয়েছেন তিনি। এরপরও যদি পুলিশ তার ফোন উদ্ধার করতে না পারে তবে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছুই হতে পারে না।

আরও পড়ুন: রবীন্দ্রসঙ্গীতসহ বিভিন্ন গান বিকৃতির অভিযোগে হিরো আলমকে আইনি নোটিশ

/এম ই

Exit mobile version