Site icon Jamuna Television

আইন ভেঙে পবিত্র মক্কা নগরীতে প্রবেশ ইসরায়েলি অমুসলিম সাংবাদিকের, সাহায্যকারী গ্রেফতার

অভিযুক্ত ইসরায়েলি সাংবাদিক গিল তামারি।

পবিত্র মক্কা নগরীতে কোনো অমুসলিম ব্যক্তির প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু দীর্ঘদিনের এই কঠোর আইন ফাঁকি দিয়েই মক্কায় প্রবেশ করেন একজন ইসরায়েলি সাংবাদিক। নিজেকে মক্কায় প্রবেশকারী প্রথম অমুসলিম আখ্যা দিয়ে একটি ভিডিও আপলোড করেন টুইটারে। এরপরই বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। ওই ইসরায়েলি সাংবাদিককে সাহায্যকারী এক সৌদি নাগরিককে এরই মধ্যে গ্রেফতার করেছে সৌদি প্রশাসন। খবর দ্য গার্ডিয়ানের।

অভিযুক্ত ওই সাংবাদিকের নাম গিল তামারি। তিনি একজন ইসরায়েলি-আমেরিকান নাগরিক। ইসরায়েলি সংবাদ মাধ্যম ‘চ্যানেল ১৩’ এ কর্মরত আছেন তামারি। এ নিয়ে শুক্রবার (২২ জুলাই) সৌদি আরবের সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে সৌদি পুলিশের মুখপাত্র জানান, ওই অমুসলিম সাংবাদিককে মক্কায় প্রবেশের ব্যবস্থা করে দেয়া সৌদি নাগরিককে এরই মধ্যে আইনের আওতায় নেয়া হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে। তবে ওই সৌদি নাগরিকের নাম প্রকাশ করা হয়নি।

এর আগে মক্কায় প্রবেশ করে ১০ মিনিটের একটি ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেন তামারি। সেখানে তিনি আরাফাত পর্বতসহ মক্কার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। সেই সাথে তিনি মক্কায় সস্পূর্ণ আইনলঙ্ঘন করে প্রবেশ করেছেন, সে বিষয়ে নিজেও অবগত বলে জানান। তবে এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে পরে নিজের ভুল স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চান তামারি।

এসজেড/

Exit mobile version