Site icon Jamuna Television

এবার রাশিয়ার বিরুদ্ধে ইস্পাত লুটের অভিযোগ তুললো ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে এবার ৬০ কোটি মার্কিন ডলারের ইস্পাত লুটের অভিযোগ তুললো ইউক্রেন। কিয়েভের বরাতে বিবিসির খবর বলছে, ইউরোপ এবং ব্রিটেনে রফতানি করা হচ্ছিল ইস্পাতগুলো।

এসময় বন্দর এলাকা এবং কারখানা থেকে সেগুলো লুট করে নিয়ে যায় রুশ বাহিনী। ইস্পাতগুলোর বেশির ভাগই ছিল মারিওপোলের অ্যাজভস্থল কারখানার। যে কারখানা এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।

প্রতিষ্ঠানটির মালিক বলছেন, চালানে কয়েক হাজার টন মালামাল ছিল। এগুলোর বেশিরভাগ আগেই বিক্রি হয়ে গিয়েছে ইউরোপের কাছে। এছাড়া লুট হতে পারে এমন শঙ্কায় বেশ কিছু নথি আগেই প্রস্তুত করে রাখা ছিল। যেন আন্তর্জাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেয়া যায়।

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো।

/এডব্লিউ

Exit mobile version