Site icon Jamuna Television

ফখরুদ্দীন বিরিয়ানীকে ৫ লাখ টাকা জরিমানা

রাজধানীর শান্তিনগর বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ফখরুদ্দীন বিরিয়ানীকে ৫ লাখ টাকা সহ ৬ জন মাংস ব্যবসায়ীকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সকালে র‍্যাব ও বিএসটিআই এর ভ্রম্যমান আদালত প্রথমে শান্তিনগর বাজারে অভিযান চালিয়ে বেশি মুল্যে মাংস বিক্রি করতে দেখে । সেখান থেকে ৬ জন ব্যাবসায়ীকে জরিমানা করে র‍্যাব। একই বাজারের চাল গুড়া করা কারখানায় নষ্ট বিস্কুট দেখতে পায় আদালত, কারখানা মালিক সেগুলো ফখরুদ্দীন বিরিয়ানীর বলে জানালে, পরে ফখরুদ্দীন বিরিয়ানীর প্রধান কারখানায় অভিযান চালিয়ে গ্রাহকের সাথে প্রতারনার অভিযোগে ৫ লাখ টাকা জরিমানা করে আদালত।

Exit mobile version