Site icon Jamuna Television

প্রথম বাংলাদেশি হিসেবে কে-টুর চূড়ায় ওয়াসফিয়া নাজরীন

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টুর চূড়ায় পা রেখেছেন এভারেস্ট বিজয়ী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। শুক্রবার (২২ জুলাই) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওয়াসফিয়া নাজরীন জানিয়েছেন, গত ১৭ জুলাই কে-টুর চূড়ায় ওঠার জন্য যাত্রা শুরু করেন তিনি। রেনেটা লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিখ্যাত ৩ পর্বতারোহী মিংমা তেনজি শেরপা, মিংমা ডেভিড শেরপা ও নির্মল পুরজা।

গত ১৭ জুলাই এক ফেসবুক পোস্টে ওয়াসফিয়া নাজরীন বলেন, আমরা আজ রাতে নিমসদাই, মিংমা তেনজি শেরপা এবং মিংমা ডেভিড শেরপার নেতৃত্বে কে-টু জয়ের জন্য যাত্রা করছি। সব ঠিকঠাক থাকলে এক সপ্তাহের মধ্যেই সুখবর আসবে। কোনো খবর না থাকলেও ভালো আছি জানবেন। আমি সবচেয়ে শক্তিশালী দলের সঙ্গে আছি তাই চিন্তা করবেন না। শুধু আমার জন্য জোর প্রার্থনা করবেন। আপনাদের সবার জন্য ভালোবাসা…।

ওয়াসফিয়া নাজরীনের সঙ্গে একই দিনে কে-টু জয় করেছেন ইরানি আফসানেহ হেসামিফার্ড, লেবানিজ-সৌদি নাগরিক নেলি আত্তার ও পাকিস্তানের নাগরিক সামিনা বেগ।

উচ্চতায় এভারেস্টের চেয়ে খানিকটা ছোট হলেও হলেও আরোহীদের কাছে সবচেয়ে কঠিন পর্বত কে-টু। ১৯৫৪ সাল থেকে মাত্র ৪২৫ জন এই পর্বতের চূড়ায় উঠেছেন, যার মধ্যে ২০ জন নারী। তারা প্রত্যেকেই নিজ নিজ দেশের প্রথম নারী পর্বতারোহী হিসেবে কে-টু জয় করেছেন।

প্রসঙ্গত, ওয়াসফিয়া দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালে এভারেস্ট জয় করেন। এরপর বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গও জয় করেন তিনি।

/এডব্লিউ

Exit mobile version