Site icon Jamuna Television

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীর সরাতৈল এলাকায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছে। মধ্যরাত ও ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন জানান, চিলহাটী থেকে ছেড়ে আসা নিলফামারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রেনটি শুক্রবার ভোরে কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় পৌছালে পৃথক দুটি স্থানে ওই দুই যুবক ট্রেনে কাটা পড়ে। নিহতের মধ্যে সুমনের লাশ স্বজনরা বাড়ি নিয়ে গেছে। অপর ব্যক্তির লাশ রেল লাইনের পাশেই রয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।

Exit mobile version