Site icon Jamuna Television

ভোট জালিয়াতি: ইরাকে এক হাজার ২১টি কেন্দ্রের ভোট বাতিল

ভোট জালিয়াতির অভিযোগে ইরাকে এক হাজার ২১টি কেন্দ্রের ভোট বাতিলের ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

বুধবার দেশটির পার্লামেন্টে ভোট জালিয়াতির বিষয়ে অভিযোগ তোলা হয়। ইলেক্ট্রনিক ডিভাইসসহ ভোট গণনায় ত্রুটি রয়েছে বলে দাবি করে বিরোধী নেতারা। এমন অভিযোগে ১০ শতাংশ ভোট পূর্ণগণনা সিদ্ধান্তের কথা জানানো হয়।

তবে বাতিল করা কেন্দ্র গুলোতে ফের ভোট অনুষ্ঠিত হবে কি না সে বিষয়ে কোন ঘোষণা দেয় নি নির্বাচন কমিশন। ১৯ মে ইরাকের পার্লামেন্ট নির্বাচনে জয় পায়, দেশটির ধর্মীয় নেতা মুক্তাদা আল-সদরের নেতৃত্বাধীন জোট- সাইরুন। মোট ৩২৯ আসনের মধ্যে সাইরুন পেয়েছে ৫৪টি আসন। তবে সংবিধান অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ফলাফলের ৯০ দিনের মধ্যে গঠন করতে হবে জোট সরকার।

Exit mobile version