Site icon Jamuna Television

উরুগুয়েতে আবাসিক ভবনে বিস্ফোরণ, আহত ৮

উরুগুয়ের মন্টেভিডিওর পুন্তা ক্যারেটাসের ভিলা বিয়ারিটজের একটি আবাসিক ভবনে বিস্ফোরণে বেশ কয়েকটি ফ্লোর ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা যায়। খবর গালফ ট্যুডের।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গুরুতর আহত অবস্থায় তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার করা হয়েছে এবং অন্য পাঁচজন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। এছাড়া এদের মধ্যে একজনকে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ার কারণে গুরুতর অবস্থায় ব্রিটিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশের ভাষ্যমতে, এ দুর্ঘটনায় আহত সবাই প্রাপ্ত বয়স্ক; অপ্রাপ্ত বয়স্ক কেউ হতাহতের শিকার হয়নি। বিস্ফোরণের কারণ জানতে ধ্বংসস্তূপ সরানো পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানায় পুলিশ।

এটিএম/

Exit mobile version